মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৩০ বছর বন্দি
নিজের ছেলেকে প্রায় ত্রিশ বছর ধরে ফ্ল্যাটে বন্দি করে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। সুইডেনের স্টকহোমের হ্যানিঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে সুইডেনের পুলিশ ওই মাকে গ্রেফতার করেছে। তবে গ্রেফতার হওয়া মা তার ছেলেকে বন্দি করে মারধর করার কথা অস্বীকার করেছেন। হঠাৎ ছেলেটির মা অসুস্থ হয়ে পড়ায় তিনি হাসপাতালে গিয়েছিলেন। এ খবর শুনে রোববার ঘটনাচক্রে ওই ফ্ল্যাটে যান তাদের এক আত্মীয়া এবং তার সঙ্গী। সেখানে ছেলেটিকে খুবই নোংরা পরিবেশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এখন তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রয়টার্স।
মাতাল চালক
জার্মানির ত্রিয়ার শহরে এক মাতাল
চালক পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে শিশুসহ পাঁচজন মারা গেছেন। পুলিশ ৫১ বছর বয়সী ওই মাতাল চালককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এটি কোনো ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসী ঘটনা নয়, এটি একটি দুর্ঘটনা। অবশ্য শহরটির মেয়র পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার এ ঘটনাকে ভয়ঙ্কর হিসেবে উল্লেখ করেছেন। নিহতদের মধ্যে আছেন ২৫, ৫২ ও ৭০ বছরের তিন নারী এবং পৌনে দুই মাসের মেয়ে শিশু ও তার বাবা (৪৫)। শিশুটির মা ও এক বছর বয়সী ভাইকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিবিসি।
নাৎসিপন্থী নিষিদ্ধ
জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে ডানপন্থী দল উলফ ব্রিগেড ৪৪-কে। দলটি আদর্শিকভাবে নাৎসিপন্থী বলে প্রমাণ পেয়েছে জার্মান সরকার। নিষিদ্ধের পরই দলটির সমর্থকদের বাড়িতে অভিযান পরিচালনা করতে শুরু করেছে জার্মান পুলিশ। সেখান থেকে মিলছে নাৎসি সমর্থিত নানা চিহ্ন, বই এবং এমনকি অস্ত্রও। খবরে জানানো হয়েছে, অন্তত ১১ জন সমর্থকের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সিহোফার বলেন, আমাদের দেশে ঘৃণা ও প্রোপ্যাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই। উলফ ব্রিগেডের সদস্যরা প্রকাশ্যেই নাৎসি নেতা এডলফ হিটলারের প্রতি সমর্থন জানিয়ে আসছিল। রয়টার্স।
কুইন্সল্যান্ড সীমান্ত
কোভিড-১৯- এর কারণে কয়েক মাস নিষেধাজ্ঞার পর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যটির সীমান্ত খুলে দেয়া হয়েছে নিউ সাউথ ওয়েলস (এনএসডাবিøউ) ও ভিক্টোরিয়ার বাসিন্দাদের জন্য। মঙ্গলবার এই সীমান্ত খুলে দেয়া হয় বলে খবরে জানানো হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্যটি মঙ্গলবার ঘোষণা করেছে যে এটি ৮ ডিসেম্বর থেকে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার বাসিন্দাদের কোয়ারেন্টিন ব্যতিরেকেই প্রবেশ করতে দেয়া হবে। শিনহুয়া।
গবেষণাগারের গোশত
গবেষণাগারে তৈরি গোশতের বিষয়ে অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। এ সিদ্ধান্তের ফলে সান ফ্রান্সিসকো ভিত্তিক স্টার্ট আপ ইট জাস্ট গবেষণাগারে তৈরি মুরগির গোশত বিক্রি করতে পারবে। গবেষণাগারে পশুর পেশীর কোষ থেকে এই গোশত তৈরি করা হয়। এই গোশত শুরুতে নাগেটে ব্যবহার করা হবে। তবে কোম্পানিটি এখনো বলেনি, এটা কখন থেকে বাজারে পাওয়া যাবে। বারক্লেইসের হিসাবে, বিকল্প মাংসের বাজারের আকার হতে পারে ১৪০ বিলিয়ন ডলার কিংবা বৈশ্বিক গোশত শিল্পের ১০ ভাগ। সিএনবিসি।
৫শ’ সাংবাদিক
করোনাভাইরাসে গত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বের ৫৬ দেশে কমপক্ষে ৪৮৯ সাংবাদিক মারা গেছেন। গণমাধ্যমের অধিকার নিয়ে
কাজ করা জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংগঠন প্রেস এমবেøম ক্যাম্পেইন (পিইসি) মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। খবরে বলা হয়, নভেম্বরে করোনা মহামারীতে মারা গেছেন ৪৭ জন সাংবাদিক। অক্টোবরে এ সংখ্যা ছিল ২২ জন। পিইসির মহাসচিব বøাইস লেমপেন
বলেন, করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছেন ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা ও মেক্সিকোর সাংবাদিকরা। আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।