Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে ছাত্রীকে অপহরণের চেষ্টা অপহৃতা উদ্ধার, আটক ১

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে গতকাল শনিবার উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদীতে প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রীকে অপহরণের এ ঘটনা ঘটে। পুলিশ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণের সাথে জড়িত সন্দেহে আলী নূর (২২) নামে একজনকে আটক করেছে।
জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার সময় উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি মাধবদী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নিপা আক্তার (১৫) সিংহদী এম এ মোতালেব ভুইয়া উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আসার পথে সিংহদী সড়কে একটি মাইক্রো যোগে ৪ যুবক তার গতিরোধ করে। যুবকরা জোর করে নিপা আক্তারকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ছাত্রীটি চিৎকার করতে থাকলে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে প্রভাকরদী এলাকায় চিৎকার শুনে মাইক্রোটিকে ধাওয়া দেয় এলাকাবাসী। ধাওয়া খেয়ে অপহরণকারীরা চলতি মাইক্রোবাস থেকে নিপা আক্তারকে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। পরে জনতা ও পুলিশ আহত অবস্থায় নিপা আক্তারকে উদ্ধার করে।
স্কুল ছাত্রী নিপা আক্তার জানান, অপহরণকারী ৪ যুবকের মধ্যে একজন তার পরিচিত। সে একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ফারুক (২৫)। সে জানায়,অপহরনকারীদের হাতে ধারালো ছোরা ছিল। নিপা আক্তার সিংহদী এম এ মোতালিব ভুইয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী বলে থানা পুলিশের উপপরিদর্শক আবুল বাশার জানান।
পুলিশ অপহরণের সাথে সহযোগিতা করার সন্দেহে সিংহদী গ্রামের শওকত আলীর ছেলে আলী নূরকে (২২) আটক করেছে। আটককৃত আলী নূর সরকারী সফর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে আড়াইহাজার থানার ওসি শাখাওয়াত হোসেন নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইহাজারে ছাত্রীকে অপহরণের চেষ্টা অপহৃতা উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ