Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ের রজত জয়ন্তীতে আরফান আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

অভিনেতা আরফান আহমেদ তার অভিনয় গুণে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন। তার অভিনীত নাটকের প্রতি দর্শকের আলাদা আকর্ষণ থাকে। নির্মাতারাও দর্শকচাহিদা বিবেচনা করে তাকে নিয়ে নাটক নির্মাণ করেন। ফলে তাকে সারা বছরই অভিনয়ে ব্যস্ত থাকতে হয়। এই অভিনেতা তার ক্যারিয়ারের পঁচিশ বছরে পদার্পণ করেছেন। ১৯৯৫ সালে আরফান আহমেদ বিটিভিতে শামসুদ্দোহা তালুকদারের প্রযোজনায় ‘পুরস্কার’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৯৭ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হবার পর আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘ধুসর প্রাসাদ’ নাটকে অভিনয় করেন তিনি। পরবর্তীতে একই সময়ে আরফান ‘পাথর কুচি’, ‘আব্দুল মালেকের হাসি’, ‘আকালি’, ‘শোকানি’সহ আরো বহু নাটকে অভিনয় করে আলোচনায় আসেন আরফান। ২০০৩ সালের মার্চ থেকে ২০০৭ সালের মে পর্যন্ত জীবনের প্রয়োজনে দেশের বাইরে অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। ফিরে এসে তিনি অরণ্য আনোয়ার, আল হাজেন, মাহফুজ আহমেদ, সাগর জাহানের সহযোগিতায় আবার অভিনয় ব্যস্ত হয়ে উঠেন। অভিনয় জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি প্রসঙ্গে আরফান বলেন, ‘মাঝে অভিনয়ে বিরতির পর আরমান ভাই নাটকে একটি চামচা চরিত্র থেকে আজ আমি নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে কাজ করছি। আমার এই জার্নিটা খুব সহজ ছিলোনা। তবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আমার মঞ্চের ব্যাকগ্রাউন্ড নেই। তারপরও আমি অভিনয়ে আমার টানা ব্যস্ততা ধরে রাখতে পেরেছি এটা অনেক বড় প্রাপ্তি। আর বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল, তা পূরণ হয়েছে। তারচেয়েও ভালোলাগা বিষয় হচ্ছে তারিক আনাম খান, জাহিদ হাসান, তৌকীর আহমেদ’র মতো বড় বড় শিল্পীরা আমার নির্দেশনায় অভিনয় করেছেন। এক জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আমি আমার অভিনয় জীবন নিয়ে খুবই সন্তুষ্ট।’ আরফান আহমেদ রচিত প্রথম নাটক ‘আলো আঁধার’। তার পরিচালিত প্রথম নাটক ‘সে কথা গোপন ছিলো’। তার জন্ম মুন্সীগঞ্জের গজারিয়ায়। জগন্নাথ কলেজ থেকে বাংলা সাহিতে অনার্স সম্পন্ন করা আরফান দুই কন্যা শার্লিন ও আর্লিনের বাবা। আরফান আহমেদ বর্তমানে ব্যস্ত আছেন রওনক হাসানের ‘বিবাহ হবে’, ফরিদুল হাসানের ‘ফরেন ভিলেজ’, জাহিদ হাসানের ‘হুলুস্থুল’,‘ পিছুটান’, সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’, কায়সার আহমেদ’র ‘চান বিরিয়ানি’, আবু হায়াত ও রাসেলের ‘একশোতে একশো’, আকাশ রঞ্জনের ‘বউ শ্বাশুড়ি’ ধারাবাহিকে অভিনয় নিয়ে। এছাড়াও প্রতিনিয়ত একক নাটকে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরফান-আহমেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ