Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আট গান নিয়ে আসছেন সানী জুবায়ের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সানী জুবায়ের একাধারে একজন সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক। মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনীল বাগচীর একদিন’ সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সানী জুবায়েরই এমনই একজন সঙ্গীতশিল্পী যিনি একাধারে দক্ষিণ এশিয়ার একমাত্র উচ্চতর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেয়া এবং ওয়েস্টার্ণ ক্ল্যাসিক্যাল মিউজিক কম্পোজিশন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করা। গুনী এই সঙ্গীতশিল্পী ২০০২ সালে সানী জুবায়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্মাননা ‘গেরমানস মিউজিক পাবলিক হাউজ’এ ভূষিত হন কম্পোজার অব দ্য ইয়ার’ হিসেবে। সানী জুবায়ের বর্তমানে নতুন গান প্রকাশের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। নিজের লেখা, সুর করা এবং সানী জুবায়ের-তানভীর দাউদ রনির সঙ্গীতায়োজনে নতুন আটটি গানের কাজ করছেন। এরমধ্যে চারটি গানে কন্ঠ দিবেন সানী জুবায়োর এবং আর বাকী চারটি গানে কনঠ দিবেন তানভীর দাউদ রনি। গানগুলোর রেকর্ড করা হবে আহমেদ সাব্বিরের ‘অ্যাপল ওয়েব’ স্টুডিওতে। আহমেদ সাব্বির গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণ করবেন। সানী জুবায়ের বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন কিছু কাজ আটকে ছিলো। এবার একটু ভিন্ন ঘরানার গানের দিকে মনোযোগ দেয়ার চেষ্টা করছি। শ্রোতা-দর্শকের জন্য ঠুমরি ভাঙ্গরা গান, ক্যারিবিয়ান ফ্লেভারের গান থাকবে। অনেক যত্ননিয়ে কাজ করছি। আমার বিশ্বাস, শ্রোতা-দর্শক গানগুলোর মধ্যে যেমন নতুনত্ব খুঁজে পাবেন। উল্লেখ্য, সানী জুবায়ের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আকরাম খানের ‘ঘাসফুল’, মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’ এবং আঁকা রেজা গালিবের ‘কালের পুতুল’ সিনেমার। তার সর্বশেষ একক অ্যালবাম ‘চাঁদের সরোবরে’। সানী জুবায়েরের কন্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আজ আমার মন ভালো নেই’, ‘শুধু শখের জন্য প্রাণের বদলে’, ‘সহজ চোখে একটু শুধু তাকাও আমার দিকে’, ‘নির্জন স্বাক্ষর’ ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সানী-জুবায়ের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ