বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : বর্ণাঢ্য আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালনে খুলনা মহানগর ও জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন সকালে দলীয় কার্যালয়সমূহে দলীয় পতাকা উত্তোলন করা হবে। তোরণ নির্মিত হবে ও আলোকসজ্জায় সজ্জিত করা হবে সকল দলীয় কার্যালয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর পোট্রেট, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সম্বলিত প্যানা ব্যানার টানানো হবে শহরজুড়ে। বিকেলে নগরীতে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। সমাবেশের জন্য প্রাথমিকভাবে শহীদ মহারাজ চত্বর, শহীদ হাদিস পার্ক অথবা সোনালী ব্যাংক চত্বরকে নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমসহ প্রতিষ্ঠাকালীন মরহুম সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। একই সময়ে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।
গতকাল শনিবার মহানগর বিএনপির প্রস্ততি সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি। সভায় আগামী ৩ সেপ্টেম্বর শনিবার বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা এবং ১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।