Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে পৌর আ.লীগ পৌর মেয়র পদে ১১টি মনোনয়ন ফরম বিক্রি, কে পাবে নৌকার টিকিট ?

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ৩:১০ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর আ'লীগ মেয়র পদে ১১ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানাগেছে। কে পাবে নৌকার টিকিট । এনিয়ে প্রার্থীরা জেলা এবং কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছে।

জেলা আ' লীগের নির্দেশ ক্রমে পৌর আ'লীগের উদ্যোগে ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৭ টায় উপজেলা আ'লীগ কার্যালয়ে মেয়র পদপ্রার্থী নিয়ে আলোচনা শেষে পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার'র সভাপতিত্বে মেয়র পদে ১১ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে পৌর আ'লীগ। এ সময় উপস্থিত ছিলেন আ'লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌর আ'লীগ সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, পৌর আ'লীগ সহ সভাপতি মহাদেব বসাকসহ পৌর আ'লীগ ও আ'লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে পৌর আ'লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,

যুবলীগ সভাপতি (চলমান মেয়র) আলমগীর সরকার , পৌর আ'লীগ সাধারণ সম্পাদক সাবেক ভিপি রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন, আ'লীগের যুগ্ন সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আ'লীগ নেতা সাধন বসাক, সাবেক ছাত্রলীগের এজিএস রুকুনজ্জামান ডলার, পৌর আ'লীগ নেত্রী তসদিকা হক, আ'লীগ নেতা ইস্তেখার, যুবলীগ নেতা অনুব বসাকসহ ১১ জন মেয়র পদে মনোনয়ন ফরম ক্রয় করেছে বলে পাটি অফিস সূত্রে জানাগেছে। আলোচনায় দলের সিদ্ধান্ত ছিল ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত।
আলোচনা কালে শাসক দলের সভাপতি বলেন ৩ তারিখের মধ্যে জেলায় এবং প্রধান মন্ত্রীর নির্দেশে ৫ তারিখের মধ্যে কেন্দ্রে নামের তালিকা জমা দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ