মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রিয়ের শহরে আচমকা একটি গাড়িচাপায় অন্তত দুই পথচারী প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে। ট্রিয়ের পুলিশ এক টুইটে জানিয়েছে, পথচারীদের চাপা দেয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িটিও জব্দ করেছে পুলিশ। স্থানীয়দের সিটি সেন্টার এলাকা আপাতত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: এপি
স্থানীয় মেয়র উলফ্রাম লেইবে জানিয়েছেন, গাড়িচাপায় অন্তত দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। কয়েকজনের আঘাত বেশ গুরুতর বলে জানান তিনি। ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ট্রিয়ের শহরটি। এখানেই রয়েছে বিখ্যাত পোর্তা নিগ্রা। মঙ্গলবার গাড়িচাপা ঘটনাটি ঘটেছে রোমানদের নির্মিত গেটটির কাছেই। এছাড়া ট্রিয়ের কার্ল মার্কসের জন্মস্থান হিসেবেও বেশ বিখ্যাত । তাৎক্ষণিকভাবে গাড়িটি পথচারীদের চাপা দেয়ার কারণ জানা যায়নি। এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।