Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘হেফাজতের ব্যানারে জামায়াতীদের অনেকেই একত্রিত’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

হেফাজতে ইসলামের নেতারা এখন জামায়াতের স্টাইলে বক্তব্য দিচ্ছেন অভিযোগ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, হেফাজতের ব্যানারে জামায়াতীদের অনেকেই একত্রিত হচ্ছে। রোববার নগরীর গোলপাহাড় মোড়ে ক্রসফায়ারের নিহত সাবেক ছাত্রলীগ নেতা মহিম উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, হেফাজতের শীর্ষ নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন-হুঙ্কার দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তারা জামায়াতের প্রেতাত্মা। বিশ্বের বিভিন্ন দেশে নামি-দামি ব্যক্তিদের ভাস্কর্য আছে। ইসলামী রাষ্ট্রগুলোতেও আছে। শুধুমাত্র বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে তুলকালাম কান্ড সৃষ্টি করছে।
এর নেপথ্যের কারণ একটাই- সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপচেষ্টা। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, এম ইউনুস, সাইফুদ্দিন আহমেদ রবি, কফিল উদ্দীন খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতের-ব্যানার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ