Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোচ হয়ে ‘দ্য ভয়েস’-এ ফিরলেন নিক জোনাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এ ফিরছেন গায়ক নিক জোনাস। আগামী বছর অনুষ্ঠানটির ২০তম সিজনে তাকে কোচ হিসেবে দেখা যাবে। জানা গেছে তিনি চতুর্থ প্রশিক্ষক গোয়েন স্টেফানির স্থলাভিষিক্ত হবেন। ‘দ্য ভয়েস’-এ জাজ হিসেবে থাকবেন জন লেজেন্ড, ক্লার্ক কেলি এবং ব্লেক শেল্টন। একটি পোর্টালে এই তথ্য প্রকাশ করা হয়েছে। টুইট করা হয়েছে : “নিক ফিরছেন”। রিটুইট করে জোনাস লিখেছেন : “যোদ্ধারা কখনও ঘুমায় না। আমি ফিরছি আর অনুষ্ঠানটি জয় করার প্রস্তুতি নিচ্ছি।” তিনি ক্যাপশনে লিখেছেন “এনবিসির ‘দ্য ভয়েস’-এর পরের সিজনে দেখা হবে!” “আমি ‘দ্য ভয়েস সিজন ১৮’র পর থেকে বেঁচে আছি শ্বাস নিচ্ছি। এর মধ্যে দক্ষতা শানিয়ে নিয়েছি,” জোনাস এর প্রচার ভিডিও ক্লিপে বলেন, “এই কোচরা সামান্যই জানে আমি দিনে দিনে কতটা শক্তিশালী হয়েছি। নবাগত এখন অভিজ্ঞ হয়ে উঠেছে।” “ এ হল নিক জোনাস। সে ফিরছে। কী করছ তুমি বন্ধু? ঘুমাচ্ছ?” শেল্টন মজা করে বললে জোনাস জবাব দেন : “যোদ্ধারা কখনও ঘুমায় না।” তার প্রথম ‘দ্য ভয়েস’ অংশগ্রহণে জোনাস তার প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালেতে নিয়ে গিয়েছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত টোনাইশা হ্যারিসের পরে তৃতীয় হন আর জয়ী হয় টড টিল্জম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিক-জোনাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ