রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাই উপজেলায় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত, অতিদরিদ্র ৩শ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি, বাইসাইকেল, সনদ ও ক্রেস্ট এবং মুক্তিযোদ্ধাদের দেয়া হয়েছে সম্মাননা পুরস্কার। গত শুক্রবার সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটেভস (এসডিআই)-এর উদ্যোগে উপজেলার সূতিপাড়া-শ্রীরামপুর ফারমার্স ট্রেনিং সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য সামাজিক দায়বদ্ধতা উদ্যোগ ‘‘প্রয়াস’’ এর মাধ্যমে এ বৃত্তি, সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও এসডিআইয়ের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাইয়ের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক, গেস্ট অব অনার ছিলেন ধামরাইয়ের সাবেক এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বায়রার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম, ওসি মোহাম্মদ রিজাউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।