Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না দেয়ায় দুই মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় নুরুল হক ও পারভেজ নামে দুই মাছ ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল হক জানান, তিনি ও পারভেজ মিলে বাড়িয়াছনি এলাকার একটি পুকুর লিজ নিয়ে শেয়ারে পুকুরে মাছ চাষ করেন। বেশ কিছুদিন ধরে একই এলাকার হেলাল উদ্দিনসহ তার লোকজন নুুরুল হক ও পারভেজের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দিলে তাদেরকে এলাকায় শান্তিমত মাছের ব্যবসা করতে দিবে না বলে তারা হুমকি-ধামকি দিয়ে আসছে। নুুরুল হক ও পারভেজ চাঁদা দিবে না বলে সাফ জানিয়ে দেয়। এর জের ধরেই শনিবার সকালে হেলাল উদ্দিন, রাজীব, ইব্রাহিম, রূপ মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মাছের খামারে এসে নুরুল হক ও পারভেজকে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এছাড়া হেলাল উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জাল ও পুকুরের সব মাছ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে অভিযুক্ত হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদা না দেয়ায় দুই মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ