বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আখাউড়া-লাকসাম নির্মাণাধীন ডাবল রেলপথ প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ অভিযান করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল দুপুরে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম স্কুল মাঠে দেবগ্রামের ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কৃষকলীগের সভাপতি ও ভুক্তভোগী হাজী আব্দুর রহিম। তিনি বলেন, আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের কারণে দেবগ্রাম এলাকার অর্ধশতাধিক পরিবারের বাড়িঘরসহ বহু গাছপালা রেলপথের আওতায় পড়েছে। কিন্তু কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিয়ে অর্ধশতাধিক পরিবারের গাছপালা ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ভাঙা শুরু করে। এসময় আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) মো. ওমর ফারুক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করেন ক্ষতিপূরণ দিয়েই উচ্ছেদ অভিযান করা হবে।
এ বিষয়ে আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) মো. ওমর ফারুক বলেন, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই। অফিসিয়াল জটিলতায় কিছুটা দেরি হলেও প্রত্যেককে ক্ষতিপূরণ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।