Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুপা জিতলেন শাকিল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ৭:৫৮ পিএম

কেলিবার পোলিশ ওপেন শুটিং প্রতিযোগিতার পিস্তল ইভেন্টে রুপা জিতলেন বাংলাদেশের তারকা শুটার শাকিল আহমেদ। রোববার এই অনলাইন শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে ২৪০.১ স্কোর করে তিনি রৌপ্যপদক জয় করেন। এই ইভেন্টে স্বর্ণপদক জিতে নেন আজারবাইজানের রুসলান লুনেভ। তার স্কোর ২৪১.৭। ইউক্রেনের নারী শুটার ওলিনা কস্তেভিচ ২১৮.৮ স্কোরে ব্রোঞ্জপদক জেতেন। অনলাইন ইভেন্ট বলেই বিশ্ব শুটিং স্পোর্ট ফেডারেশনের নিয়মানুযায়ী পুরুষ ও নারী শুটাররা এক সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছেন। পোল্যান্ডের আয়োজনে এটা ছিল ইউরোপের সবচেয়ে বড় অনলাইন শুটিং প্রতিযোগিতা। শাকিল গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের রেঞ্জে শুটআউট করেন। এর আগে অক্টোবরে ইন্দোনেশিয়ার একটি অনলাইন শুটিংয়েও রুপা জিতেছিলেন দেশেসেরা এই পিস্তল শুটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ