Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মোশাররফ করিম

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষস্থানীয় হাউজহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। গত বৃহস্পতিবার আজ প্রাণ-আরএফএল গ্রæপের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন মোশাররফ করিম ও আরএফএলের পরিচালক আর এন পাল। চুক্তির আওতায় মোশাররফ করিম আগামী দুই বছর ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের বিভিন্ন ফার্নিচার পণ্যের প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ করবেন। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতাকে খুব শীঘ্রই নতুন রূপে দেখা যাবে বলে জানান, আরএফএলের পরিচালক আর এন পাল। তিনি বলেন, সকল শ্রেণীর দর্শকের কাছে মোশাররফ করিম একজন জনপ্রিয় অভিনেতা। তাকে আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, আরএফএলের ফার্নিচার সামগ্রী সকলের কাছে জনপ্রিয় করতে মোশাররফ করিম বিশেষ ভূমিকা রাখবে। মোশাররফ করিম বলেন, আরএফএলের মতো সুবিদিত একটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। চেষ্টা করব আরএফএলের পণ্যকে সকলের কাছে জনপ্রিয় করে তুলতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার ও বিপণন প্রধান মোহাম্মদ রাশেদ-উল-আলম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মোশাররফ করিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ