Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিতা-পুত্রকে হত্যার চেষ্টা

মাদক সেবনে বাধা

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নাটোরের বড়াইগ্রামে হেরোইন সেবনে বাধা দেয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে মাদকসেবীরা। এ ঘটনায় গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার খোর্দ কাচুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাদকসেবীদের হামলায় আহতরা হলেন উপজেলার খোর্দ কাচুটিয়া গ্রামের আব্দুল মান্নান (৬০) ও তার ছেলে আব্দুল করিম (৪০)। স্থানীয়রা জানান, কিছুদিন যাবত খোর্দ কাচুটিয়া গ্রামে আব্দুল মান্নানের গভীর নলকূপ চত্বরে বসে একই গ্রামের আবু মুসার ছেলে শাহীন (৪০) বন্ধুবান্ধবদের নিয়ে হেরোইন সেবন করে আসছিল। সম্প্রতি আব্দুল মান্নান নলকূপ চত্বরে তাকে মাদক সেবন করতে নিষেধ করেন। কিন্তু গত শুক্রবার বিকালেও শাহীন সেখানে গেলে আব্দুল মান্নান তাকে মাদক সেবন করতে নিেেষধ করেন। এ সময় তর্ক-বিতকের্র এক পর্যায়ে শাহীন ও তার সঙ্গে থাকা সবুজ লাঠি দিয়ে আব্দুল মান্নানকে মারপিট করে। চিৎকার শুনে ছেলে আব্দুল করিম তার পিতাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, আহত আব্দুল মান্নানের পুত্রবধু জোসনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক-সেবন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ