Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফজলুর রহমান বাবুর নতুন গান চান্দে বসত কইরো কইন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

দেশের খ্যাতিমান অভিনেতা এবং সৌখিন সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। সংগীত পরিচালক মিল্টন খন্দকারের সংগীতায়জনে গানের কথা ও সুর করেছেন নাট্যনির্মাতা শিমুল সরকার। লোকশিল্পের কল্পিত এক লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট। ‘চান্দে বসত কইরো কইন্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা’-এমন কথার নতুন এই গানটি নিয়ে ফজলুর রহমান বাবু উচ্ছ¡সিত। তিনি জানান, দর্শক আগের মতই আমার এই গানটি লুফে নিবে। গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্টের জন্য। নতুন বছরের শুরুতেই গানের ভিজ্যুয়ালসহ দর্শক দেখতে পাবেন বলে জানান তিনি। ফজলুর রহমান বাবু নিশ্চিত, এই গানটি মানুষের মুখে মুখে ঘুরবে, যেমনটা আজও মনপুরা সিনেমাতে গাওয়া তার গান দর্শকদের ভালবাসার শীর্ষে অবস্থান করছে। মিল্টন খন্দকারও আধুনিক রোমান্টিক গানের বাইরে অনেক দিন পর এমন একটি লোকগানের সংগীত আয়োজন করে তৃপ্ত বলে আমাদের জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চান্দে-বসত-কইরো-কইন্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ