বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহর উপজেলার ৪০টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য অ্যাসাইনমেন্টে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
কোভিট ১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকায় সরকার অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন পূর্বক পরবর্তী শ্রেণিতে প্রমোশনের ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় পাবনা চাটমোহর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৪০টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
পাবনা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৪০টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী ১৭ হাজার ৭১ জন এর মধ্যে অংশ গ্রহণ করছে ১৫ হাজার ৬শ ৪৭ জন, অনুপস্থিত ১ হাজার ৪শ ২৪ জন। অনুপস্থিত ৮ দশমিক ৩৪ ভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।