Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের অজুখানা ভেঙে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতির দোকান নির্মাণ

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ (নাঃগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থিত খানকায়ে জামে মসজিদের অজুখানা দখল করে দোকান ভাড়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি শিব্বির আহামেদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার মসজিদের অজুখানাটি ভেঙ্গে দেয় সিব্বির ও তার সহযোগীরা। এরপর অজুখানার স্থানে দোকান তৈরী করে ভাড়া দেয় ওই নেতা। একারণে বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার জুম্মার নামাজ পর্যন্ত অজু করতে এসে মুসল্লিদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার ঘটনাস্থলে গিয়ে অজুখানা থেকে দোকান সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে।
শিমরাইল মোড় খানকা মসজিদের খতিব মাওলানা ফেরদাউস রহমান জুম্মার নামাজের বয়ানে বলেন, আমার জানামতে কোন দলের প্রধানের অনুমতি নেই তার ছবি ব্যবহার করে, চাঁদাবাজি করার। এমনকি দলীয় প্রধানের ছবি ব্যবহার করে মসজিদ-মাদ্রাসার জমি দখল করার অনুমতি আছে বলেও আমার জান নেই। ১ দিনের মধ্যে মসজিদের অজুখানা থেকে দোকান সরিয়ে নিতে আল্টিমেটাম দেন খতিবসহ মসজিদের মুসল্লিরা। মুসলিদের ক্ষোভের সময় খবর পেয়ে পুলিশ ঐ মসজিদের সামনে গিয়ে অজুখানা থেকে দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদের অজুখানা ভেঙে বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতির দোকান নির্মাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ