Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নিউইয়র্কে ইমাম হত্যার কারণ তদন্ত করে বের করতে হবে-ইসলামী নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার : মার্কিন যুক্তরাষ্ট্রের আল ফোরকান মসজিদের ইমাম হত্যার কেবল বিচার নয়। এ হত্যার পেছনের মূললক্ষ্য কী তা খুঁজে বের করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নেজামে ইসলাম পার্টি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, আমেরিকায় বসবাসকারী মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রকেই করতে হবে।
নেজামে ইসলাম পার্টি
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি ও তার সহযোগী তারা উদ্দিনকে যোহর নামাজের পর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন, এ হত্যাকা- মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশীদের নিরাপত্তাহীন করে তুলেছে। এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিরাপত্তা সম্পর্কে শঙ্কিত না হয়ে পারা যায় না। তিনি ইমাম হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মার্কিন প্রশাসনের কাছে।
আইওজে চেয়ারম্যান গতকাল পুরানা পল্টনস্থ মাওলানা আতাহার আলী মিলনায়তনে নেজামে ইসলাম পার্টির সাপ্তাহিক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আশরাফুল হক, দপ্তর সম্পাদক পীরজাদা সৈয়দ মুহাম্মদ আহসান, ইসলামী ছাত্র সমাজের মহাসচিব নুরুজ্জামান ও মাহমুদুল ইসলাম।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটি
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্রের মত দেশে প্রকাশ্য রাস্তায় একজন মুসলিম ইমাম ও তার সহকারীকে হত্যার ঘটনায় সারা দুনিয়ার মুসলমানদের সাথে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন, ইমাম হত্যার ঘটনাকে সাধারণ অপরাধের দৃষ্টিতে বিবেচনা করলে হবে না। বরং এই হত্যার পেছনের প্রকৃত কারণ তদন্ত করে খুঁজে বের করতে হবে।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন, সভায় আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ নেজামী, মহাসচিব মাওলানা আবুল হাসানাত আমিনী, নায়েবে আমির মুফতি ফয়জুল্লাহ, মুফতি মুহাম্মদ তৈয়্যব হোসাইন, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুহিউদ্দীন ইকরাম, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ