Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে শিশু ধর্ষণ, রিকসা চালক গ্রেফতার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ৫:৫২ এএম

ঢাকার সাভারে সাড়ে সাত বছরের এক শিশুকে টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক রিকসা চালকের বিরুদ্ধে। এঘটনায় পুলিশ প্রতিবেশী ভাড়াটিয়া রিকসা চালককে গ্রেফতার করেছে।
বুধবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সৈয়দ মিয়ার (৫৮) বাড়ি বরিশাল জেলায়। তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়ায় রিকশা চালাতেন।
শিশুটির মা জানায়, তারা স্বামী-স্ত্রী দুজনই পোশাক শ্রমিক। বুধবার তারা কাজে বের হয়ে গেলে সন্ধ্যায় তাদের ৭ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে সৈয়দ মিয়া তার রুমে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় রাতেই শিশুটির পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান জানান, বৃহস্পতিবার শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এঘটনায় সৈয়দ মিয়াকে আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষক আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ