পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভুয়া গ্রেফতারি পরোওয়ানায় পুলিশের হয়রানির মুখে আছেন শত শত মানুষ। কথিত এসব ওয়ারেন্টের মামলার বাদী ভাড়াটে নারী-পুরুষ। আসামি চেনেন না বাদীকে। বাদী চেনেন না আসামিকে।এসব গায়েবি মামলাবাজ সিন্ডিকেটের নির্যাতনে অতিষ্ট হয়ে এবার পথে নেমেছেন শত শত ভুক্তভোগী। তাদের একটাই প্রশ্ন-ভুয়া মামলাবাজরা কি তাহলে সকল আইনের উর্ধ্বে ? তাদের বিষয়ে কি কোনো প্রতিকার নেই ? বানোয়াট মামলা ও ভুয়া ওয়ারেন্টের ভুক্তভোগীরা এ বিষয়ে সরাসরি প্রধান বিচারপতির সুদৃষ্টি কামনা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে ভুক্তভোগী কিছু পরিবার জড়ো হন। তারা মানববন্ধন করার চেষ্টা করেন। কিন্তু কর্মসূচির শুরুতেই পুলিশি বাধার সম্মুখিন হন তারা। পরে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ কর্মকর্তা এসে তাদের সরিয়ে দেন।
মানববন্ধনে অংশ নেয়া এক নারী ভুক্তভোগী বলেন,আমার বাবা এবং ভাই ৫টি মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন এখন। আমার স্বজনরা মিথ্যা মামলায় কারাগারে অথচ আপনারা (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আমাদের এখানে দাঁড়াতেই দিচ্ছেন না। আমাদের কথাও শুনছেন না। আমরা তো মাইক ব্যবহার করছি না। বাবা-ভাইয়ের বন্দিদশার কারণে পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় নিপতিত হয়েছি। আমাদের আয়- রোজগারও বন্ধ। মানববন্ধনে অংশ নেয়া রাজধানীর শান্তিবাগের একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে রয়েছে ৪৯টি মামলা। এগুলোর মধ্যে ঢাকা সিএমএম কোর্টে ১৩টি, রাজধানীর বিভিন্ন থানায় ১৫টি এবং নারায়ণগঞ্জ জেলা জজ কোর্ট ও থানায় রয়েছে ৮টি মামলা। অন্য মামলাগুলো হয়েছে দেশের বিভিন্ন জেলার কোর্ট ও থানায়। তিনি আরও জানান,অবাক করার মতো ব্যাপার। মামলাগুলো দায়ের হচ্ছে কারাগারে থাকা অবস্থায়। একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ৯টি মামলাই দায়ের হয়েছে কারাগারে বন্দী থাকাকালে। ওই মানববন্ধনে অংশ নেয় আরও ২০-২৫টি পরিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।