Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে মানববন্ধন

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দেয়া হবে না
রাজশাহী ব্যুরো : সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেছেন, কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে সেখান থেকে যে পারদ নিঃসারিত হবে এবং প্রচুর পরিমাণে কার্বন আবহাওয়ার সঙ্গে মিশে গেলে মানুষসহ অন্যান্য প্রজাতি ও বৃক্ষাদি হুমকির সম্মুখীন হবে। ভারতের সাথে আঁতাত করে দেশের ক্ষতি করার ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের রুখতে হবে। জাতিসংঘ যেখানে বিশ্বের পরিবেশ রক্ষায় জোরেশোরে নড়েচড়ে বসেছেন সেখানে বাংলাদেশের সরকার পরিবেশ নষ্ট এবং ভারতকে সন্তোষ্ট করার জন্য এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য উঠে-পড়ে লেগেছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এনটিপিসি কোম্পানী যেখানে ভারতে জনগণের তোপের মুখে পড়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন থেকে সরে আসতে বাধ্য হয়। সেই কোম্পানীর বাংলাদেশের উন্নয়নের জন্য এত মাথাব্যথা কেন এটাই জনগণকে বুঝতে হবে বলে তারা জানান। গতকাল বিকেলে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ যুব ইউনিয়ন রাজশাহী মহানগর মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সদস্য সচিব অসীম সরকার, মহানগর সদস্য সচিব রাজীব আহসান, সভাপতি মাহমুদ হোসেন, সিপিবি জেলা সম্পাদক কমরেড এনামুল হক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মহানগর আহ্বায়ক জুয়েল খান। তারা বলেন, দেশের উন্নয়ন ও বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বন্ধ তাদের লক্ষ্য নয়। কিন্তু সুন্দরবন ধ্বংস করে কোনভাবেই রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে দেয়া হবে না। এই কেন্দ্র স্থাপন হলে স্বমূলে হাজার বছরের ঐতিহ্য ও পর্যটন কেন্দ্র সুন্দরবন ধ্বংস হবে। সেই সাথে বাংলাদেশের পরিবেশ নষ্টসহ সেখানকার হাজার হাজার জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহীতে মানববন্ধন

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ