পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের লোহাগাড়ায় ছেলের হাতে খুন হয়েছেন পিতা। শিকারীর গুলিতে প্রাণ গেছে এক শিশুর। গতকাল বৃহস্পতিবার উপজেলার উত্তর আমিরাবাদ বণিক পাড়ায় আনন্দ মোহন ধরের (৬৫) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছেলে লিটন ধরকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, মাদক সেবন করে বাড়িতে আসায় লিটনকে ঘরে ঢুকতে দেয়নি আনন্দ মোহন ধর। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে জখম করে সে। এতে ঘটনাস্থলে আনন্দ মোহন মারা যান।
এদিকে বুধবার সন্ধ্যায় উপজেলার চুনতিতে চান্দা গ্রামে গুলিতে প্রাণ গেছে ১২ বছর বয়সী এক শিশুর। নিহত মো. মারুফ ওই গ্রামের জনৈক মো. ফোরকানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, সন্ধ্যার পর অন্ধকারে গুলিবিদ্ধ হয়ে শিশুটি মারা গেছে। ঘটনা নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।
নিহতের পরিবারের দাবি, স্থানীয় খামারি জিতেন বড়ুয়া ফসলের ক্ষেতে বন্যশূকর এসেছে ভেবে নিজের অস্ত্র দিয়ে গুলি করেন। এ সময় ঝোপের আড়ালে দাঁড়ানো মারুফ গুলিবিদ্ধ হয়। আবার এলাকার লোকজন জানিয়েছেন, জিতেন অস্ত্র নাড়াচাড়ার সময় অদ‚রে দাঁড়ানো মারুফ গুলিবিদ্ধ হয়। ঘটনার পর জিতেন পালিয়ে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।