Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

উথান মন্ডল, নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় এক ছাত্রী আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার ৫নং শাখারীকাঠী ইউনিয়নের শিংখালীর তারাবুনিয়া গ্রামের অরুন মন্ডলের কন্যা শ্রবানী মন্ডল গত বৃহস্পতিবার রাতে বসত ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য বিধান চন্দ্র মন্ডল জানান, ওই ছাত্রী ও তার ভাই গোবিন্দ মন্ডল ২ জনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ছোট ভাই গোবিন্দ মন্ডল পাশ করে আর শ্রাবনী মন্ডল ফেল করে। এতে তার বাবা তাকে গালমন্দ করলে সে রাগে ও ক্ষোভে আত্মহত্যা করে।
নিহত শ্রাবনী ঢাকার সাভারের লিজেন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ