বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী রাসেল হোসেন ওরফে বাবুকে (২৬) গ্রেফতার করা হয়েছে। আদালতের গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘ দিন সে পালিয়ে ছিল। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেছে। এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে হরিণটানা থানা পুলিশ খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবু ওই এলাকার মৃত আব্দুল মালেক সরদারের ছেলে।
এদিকে, প্রতিপক্ষকে ফাঁসাতে সন্ত্রাসী বাবুর সহযোগিরা বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেল হোসেন বাবু ও তার সহযোগিরা খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলাম নগর এলাকার বাসিন্দা মৃত আরিফুজ্জামানের স্ত্রী কোহিনুর খাতুনের কাছে ২ লাখ টাকা এবং তার ভগ্নিপতি আলহাজ নাজিমুদ্দিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় গত বছরের ২৪ অক্টোবর তারা কোহিনুর খাতুনের বাড়ির দেয়াল ভাঙচুর এবং গাছপালা কেটে ফেলে। ওই ঘটনায় কোহিনুর খাতুন বাদী হয়ে সন্ত্রাসী রাসেল হোসেন বাবু এবং তার সহযোগী শুকুর আলী, মাসুম হোসেন, তরিকুল ইসলাম ও মুক্তাকে আসামি করে হরিণটানা থানায় মামলা দায়ের করেন। সে ওই মামলার চার্জশিটভূক্ত আসামি।
জয়পুরহাটে ডিবি পুলিশের লাশ উদ্ধার
জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের পুলিশ লাইন্স পুকুর থেকে ডিবি পুলিশের এক এএসআই এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুলিশের নাম শাহ আলম (৩৮)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার চরনবিন গ্রামের জহির রায়হানের ছেলে।
ডিবি পুলিশের ইনস্পেক্টর মাহফুজার রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিক থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোন পুলিশ লাইনে বিছানায় ছিল। সন্ধ্যার দিকে পুকুর পাড়ে পুলিশ সদস্যরা স্যান্ডেল লুঙ্গি গামছা দেখে সন্দেহ করে।
পরে রাত ৯টায় পুকুরে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।