Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুরুতর অসুস্থ ফরিদ আলী

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনতা ফরিদ আলী গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। গত সপ্তাহে তার শারীরিক অবস্থার খারাপ হলে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ভর্তি করানো হয়। অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিইউতে আছেন তিনি। কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত থাকলেও তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক। বিটিভির প্রথম হাসির নাটক ত্রিরতœতে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় আসেন তিনি। এরপর ধারাপাত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় প্রবেশ করেন। সংগ্রাম, গুন্ডা, রংবাজ, ঘুড্ডি, তিতাস একটি নদীর নাম, সমাধানসহ অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুরুতর অসুস্থ ফরিদ আলী

৬ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ