Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায গাছ কাটতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:৪২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্হ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার নাগরা গ্রামে। এঘটনায় কোটালীপাড়া থানায পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাযায় নাগরা গ্রামের মিজানুর মোল্লা জোর করে মহসিন মোল্লার গাছ কাটতে ছিল এসময় মহসিন মোল্লা বাঁধা দিলে মিজানুর মোল্লা দেশীয় অশ্র দিয়ে হামলা চালিয়ে মহসিন মোল্লা (৫৪) ও তার ছেলে কলেজ ছাত্র নাঈম মোল্লা (২১) কে গুরুতর আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করার পরে নাঈম মোল্লার অবস্হা আশঙ্খাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপরদিকে মিজানুর মোল্লা হামলা চালাতে গিয়ে আহত হয়ে কোটালীপাড়া স্বাস্হ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে। এঘটনায় মহসিন মোল্লা ও মিজানুর মোল্লা কোটালীপাড়া থানায় পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। মহসিন মোল্লা জানান মিজানুর আমার ভাই সে মংলা নৌবাহিনীর তুরাগ জাহাজে কর্মরত রয়েছেন এবং ছুটিতে বাড়ি এসে আমাদের উপর এ হামলা চালায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুতফর রহমান জানান তদন্ত করে ব্যবস্হা নিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলায় আহত

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ