Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাপুলের তিন সহযোগীর সম্পদ বিবরণী চেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

অর্থ পাচারের দায়ে অভিযুক্ত কুয়েতে বিচারাধীন কাজী সহিদ ইসলাম পাপুল এমপি’র তিন ঘনিষ্ট সহযোগীর সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক পরিচালক মো.আখতার হোসেন আজাদ এ নোটিশ ইস্যু করেন। তিন ঘনিষ্ট ব্যক্তি হলেন, মো.আলতাপ হোসেন হাওলাদার,কাজী মো. জামশেদ কবির (বাকী বিল্লাহ) ও মো.ইসমাইল খোকন।
দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য জানান, গত মঙ্গলবার পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি ও তার মেয়ে ওয়াইফা ইসলামের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়া হয়। দুদকের পরিচালক মো. আকতার হোসেন আজাদের সই করা নোটিশে উলি­খিত ব্যক্তিদের এবং তাদের ওপর নির্ভরশীল মানুষদের নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়- দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এর আগে ১১ নভেম্বর পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াইফা ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কর্মকর্তা (উপ-পরিচালক) মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা করেন । মামলায় বলা হয়, আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। জেসমিন প্রধান ৫টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত অর্থ পাচার করেন ১৪৮ কোটি টাকা। অথচ ২৩ বছর বয়সী জেসমিনের নিজস্ব আয়ের উৎস নেই। অন্যদিকে, এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার কোনো উৎস দাখিল করতে পারেননি জেসমিন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় পাপুল সেলিনা ইসলাম, জেসমিন প্রধান ও ওয়াইফা ইসলামের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় এবং প্রায় ১৪৮ কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে পাচার করায় মানিলন্ডারিং প্রতিরাধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ