Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ৮ কোটির বেশি ভোট পাওয়ার রেকর্ড বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ৯:৫১ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ৮ কোটির বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়লেন জো বাইডেনের। কিছু ভোটের চুড়ান্ত গণনা বাকি থাকায় সামনের দিনগুলোতে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ভোট আরও বাড়বে। বর্তমানে তার প্রাপ্ত ভোট ৮ কোটি ১১ হাজার। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এবারই ২য় সর্বোচ্চ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভোট ৭ কোটি ৩৮ লাখের বেশি। -সিএনএন
এ বছর ডাকযোগে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছেন মার্কিনিরা। এ কারণেই ভোট গণনায় অতিরিক্ত সময় লেগেছে। নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়ায নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প। তিনি বারবার জালিয়াতির অভিযোগ তুলে শেষ পর্যন্ত হার স্বীকার করে নেন। নির্বাচনে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেক্টোরাল ভোট আর ট্রাম্প ২৩২ টি। ২৭০টি ভোট পেলেই মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ