মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত মার্চে সউদী আরব-রাশিয়ার মূল্যযুদ্ধের কারণে ব্যাপক দরপতনের পর গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের রেকর্ড দাম উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ১৬ মার্কিন ডলার, বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৪৭ দশমিক ২২ ডলারে। দিনের একপর্যায়ে এর দাম উঠেছিল সর্বোচ্চ ৪৭ দশমিক ২৩ ডলার।
মঙ্গলবার দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়েরও। এদিন ৮৮ সেন্ট বা দুই শতাংশ বেড়ে এই তেল বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৪৩ দশমিক ৯৪ ডলারে।
চলতি বছর করোনাভাইরাস মহামারির কারণে চাহিদা কমে যাওয়ায় অভূতপূর্ব দরপতন শুরু হয়েছিল তেলবাজারে। তবে গত সোমবার ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, প্রাথমিক ট্রায়ালে তাদের করোনা ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত এর সাফল্যের হার ৯০ শতাংশে পৌঁছাতে পারে বলে আশার বাণী শুনিয়েছে তারা।
এর আগে ফাইজার-বায়োএনটেক এবং মর্ডানার মতো প্রতিষ্ঠানগুলোও তাদের করোনা ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর হওয়ার সুখবর জানিয়েছে।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দখল জো বাইডেনের হাতে ছেড়ে দিতে রাজি হওয়ারও প্রভাব পড়েছে অর্থনীতির বাজারে।
ব্রোকারেজ হাউস পিভিএমের টামাস ভার্গা বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরদার হচ্ছে এবং ক্রমবর্ধমানভবে তা সফল প্রমাণিত হচ্ছে। ফলে আগামী বছর তেলের চাহিদা বৃদ্ধি বাধ্যতামূলক হতে চলেছে। সূত্র : বিবিসি, সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।