মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে প্রায় ৬৩৫ কোটি টাকার সহায়তার ঘোষণা দিয়েছে তুর্কি সরকার। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে, আগামী দুই বছরে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানকে ৭৫ মিলিয়ন ডলার দেবে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৬৩৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেনেভার সম্মেলনটিতে অংশ নেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হাকান তেকিন। তিনি বলেন, প্রকল্পের আলোকে আফগান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দেশটিকে ৭৫ মিলিয়ন ডলার দেবে আঙ্কারা।
হাকান তেকিনের মতে, আফগানিস্তানের শান্তি ও উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেছিলেন, বার্থ ক্লিনিক, শিক্ষা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও মসজিদগুলিকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। ফলে আমরা জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির জন্য আমাদের আহ্বানের পুনরাবৃত্তি করছি। সূত্র : আনাদোলু এজেন্সি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।