Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

তারাকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালন

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ৫:১৫ পিএম

"নারী নির্যাতন প্রতিরোধ করি, এসো রঙিন পৃথিবী গড়ি " এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবস পালন উপলক্ষে বুধবার তারাকান্দা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে তারাকান্দা -ধোবাউড়া সড়কের নতুন বাজার এলাকা মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা নেটওয়ার্কের সভানেত্রী রিনা আক্তার, সাধারণ সম্পাদিকা অর্জুনা খাতুন, সমিতির প্রতিনিধি মোঃ সেকান্দর আলী, শাহিদা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতন সমাজে যেভাবে ছড়িয়ে পড়েছে সেখানে নারী নিরাপত্তাহীন হয়ে পড়েছে। নারী ও কন্যার উপর নির্যাতন প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলন বেগমান করা। বিদ্যমান আইনের বাস্তবায়ন করা, প্রয়োজনে আইন সংস্কার করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ