বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ জেলায় নতুন করে ৭ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সিভিলসার্জন অফিসের ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২ জন, আত্রাই উপজেলায় ১ জন এবং নিয়ামতপুর উপজেলায় ৪ জন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩শ ৯৩ জন-এ।
সূত্রমতে গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ২ জন। কোভিড-১৯ থেকে জেলায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৩শ ২২ জন।
নতুন করে জেলায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১৩ ব্যক্তিকে। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন এবং মান্দা উপজেলায় ৬ জন। জেলায় সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয় ১৬ হাজার ৮শ ৬৮ জনকে। গত ২৪ ঘন্টায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৪৩ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, ধামইরহাট উপজেলায় ৪ জন এবং মান্দা উপজেলায় ২ জন। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ হাজার ৫শ ৫৭ ব্যক্তিকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৩১১ জন।
কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১ জন।
উল্লেখ্য এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত মৃত্যু বরন করেছেন মোট ২৪ ব্যক্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।