Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনিয়েচার প্রযুক্তিতে কুমার বিশ্বজিতের গান মেঘলা দিনে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশের প্রথম মিউজিক্যাল ফিল্মের যাত্রা শুরু হয়েছিলো প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের হাত ধরে। এবার তিনি সঙ্গীতাঙ্গনে আরো একটি মাত্রা যুক্ত করেছেন। মিনিয়েচা’র প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো তার কোন গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। সাধারণত এই প্রযুক্তি হলিউড-বলিউডের সিনেমাগুলোতে ব্যবহার করা হয়। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। তার এবারের গানের শিরোনাম ‘মেঘলা দিন’। গানটি লিখেছেন তাজু কামাল এবং সুর সঙ্গীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি এবং গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘করোনার কারণে আমার অনেক কাজ আটকে ছিলো। ঘর থেকে বের হবো কী হবো না, এ নিয়ে বেশ দ্বিধায় ছিলাম। আমার এই গানটির মিউজিক ভিডিওর জন্য পাহাড়ি নির্জন রাস্তায় একটি কফি শপের প্রয়োজন ছিলো। মিউজিক ভিডিওটির এই ডিমান্ডের কথা ভেবেই মিনিয়েচা’র মাধ্যমে তৈরী করে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করি। মিনিয়েচার মাধ্যমে মিউজিক ভিডিওটি নির্মাণ করে বেশ ভালোভাবে কাজটি সম্পন্ন হলো। চন্দনের জন্য নতুন ধারার এই কাজটি বেশ চ্যালেঞ্জের ছিলো। আমিও খুব আশাবাদী, কাজটি নিয়ে। যদি শ্রোতা-দর্শকের ভালো লাগে, তাহলে আমার হাত ধরেই সম্ভাবনার নতুন এক দ্বারের সূচনা হবে। কুমার বিশ^জিৎ জানান গানটি আগামী ডিসেম্বর ‘গানছবি এন্টারটেইনম্যান্ট’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে মানাম আহম্মেদ’র রি-অ্যারেঞ্জসম্যান্ট’এ কুমার বিশ^বিজৎ’র ‘বসন্ত ছুঁয়েছে আমাকে’, ‘তুমি ভুল করে এসেছিলে কী না জানিনা’, ‘তুমি পাগল বলো’, ‘এখন অনেক রাত’ গানগুলো শিগগিরই আবারো কুমার বিশ^জিৎর কন্ঠেই প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুমার-বিশ্বজিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ