Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ ইয়র্ক সিটির প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডানকান মারা গেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ৬:৪৯ পিএম

নিউ ইয়র্ক সিটির প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ মেয়র ডেভিড ডানকান মারা গেছেন।তার বাড়ি থেকে ফোন পেয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে মৃত অবস্থায় পান। তবে এই ৯৩ বছর বয়সী প্রাকৃতিক কারণেই মারা গেছন। ১৯৯০ থেকে ৯৩ পর্যন্ত বিশ্বের অন্যতম বৃহৎ শহরটির মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। -বিবিসি, টুইটার
ডানকানের পরে দায়িত্ব নেয়া রুডি জুলিয়ানি এক টুইট বার্তায় ডানকানকে শ্রদ্ধা নিবেদন করেন। জুলিয়ানির মতে, ডানকানের মতো পরিশ্রমী ও সফল মেয়র খুব কমই পেয়েছে নিউ ইয়র্ক। ডানকানের ক্ষমতা গ্রহণের সময় নগরীটি বড় ধরনের জাতিগত ও ধর্মীয় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলো। তিনি দক্ষ হাতে সেই সমস্যা সমাধানের চেষ্টা করেন। তবে তার সময়ে হারলেম এলাকায় সন্ত্রাসবাদ বেড়ে যায়। যা পরে কঠোর হাতে দমন করেন জুলিয়ানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ