Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ গঠিত

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কওমী মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে ‘কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ’। মুফতি আবুল কাসেমকে আহ্বায়ক ও মাওলানা ইয়াহইয়া মাহমুদকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে মজলিসে আমেলা ও শূরার দুটি কমিটি। মজলিসে আমেলাতে রয়েছেন, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা শামসুল হুদা, মাওলানা হোসাইন আহমদ, মুফতি আবদুল কাইয়ুম খান, মুফতি কেফায়েতুল্লাহ, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা নাসিরুদ্দীন কাসেমী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা আবূ বকর, মুফতি ইবরাহীম শিলাস্থানী যুগ্ম আহ্বায়ক, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী যুগ্ম আহ্বায়ক, মাওলানা আবদুর রহীম যুগ্ম সদস্য সচিব, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা হোসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন যুগ্ম সদস্য সচিব,  মাওলানা যাকারিয়া নোমান ফয়জী, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা নাইমুল ইসলাম, মাওলানা মাসউদুল কাদিও, মাওলানা নূরুদ্দীন প্রমুখ।
এ ছাড়াও মসজিলে শূরাতে রয়েছেন, মুফতি আবদুল কাইয়ুম খান, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা শরফউদ্দীন, মুফতি জসীম উদ্দীন নদভী, মাওলানা হোসাইন মুহাম্মদ ইউনুস, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা হাবিবুল্লাহ গুলজার, মাওলানা আবদুল আলিম ফরিদী, মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা মুহাম্মদ শুয়াইব, মাওলানা ইহতেশামুল হক, মাওলানা ইকরামুল হক, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুহাম্মদ জুনাইদ নাজির, মাওলানা ইমরান আমির, মাওলানা আবদুল্লাহ আল আমীন, মাওলানা আশরাফুর রহামন, মাওলানা শোয়াইব রশিদ প্রমুখ।
গতকাল রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে অনুষ্ঠিত এক উলামা বৈঠকে এই পরিষদ গঠন করা হয়েছে। কওমী মাদরাসা শিক্ষসনদের স্বীকৃতি আদাইয়ের লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ গঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ