Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জলের গানের কনসার্ট

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কনসার্ট করবে ভিন্ন ধারার সঙ্গীত দল জলের গান। মঞ্চ থেকে প্রায় চার মাস তারা দূরে ছিলেন। চার মাস পর বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তারা মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছে। কনসার্টের মাধ্যমে সংগৃহীত অর্থ তারা ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেবেন। দলটির অন্যতম সদস্য রাহুল আনন্দ জানান, আগামী ২৪ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে জলের গানের কনসার্ট। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে গান চলবে গভীর রাত অবধি। কনসার্ট উপভোগের জন্য টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। তিনি বলেন, সবাই জানেন, আমরা সাধারণত অ্যালবামের মূল্য রাখার বেলায় শুধু খরচের অর্থটি নেই। শো করার বেলায়ও তেমনই। কিন্তু এবার টিকেটের মূল্য একটু বেশি মনে হতে পারে। এই দাম রাখা হয়েছে বন্যার্তদের সহযোগিতা করার জন্য। টিকেট পাওয়া যাবে ফ্যাশন হাউস দেশালের বিভিন্ন আউটলেটে (গুলশান, বনানী, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, বেইলি রোড, আজিজ সুপার মার্কেট)। ঢাকার বাইরে থেকে টিকেটের জন্য যোগাযোগ করতে হবে ০১৭১২৯৬৯৩০৪ নম্বরে। উল্লেখ্য, কিছুদিন আগে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নেমেছিলো জলের গান। এতে তাদের সঙ্গে যোগ দেয় ভক্তরাও। কুড়িগ্রামের যাত্রাপুরের মশল্লার চর ও রোলাকাটা অঞ্চলের বন্যার্তদের কাছে সেই ত্রাণ পৌঁছে দিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জলের গানের কনসার্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ