Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাদের কার কত আয়

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের তারকারা কে কত টাকার মালিক, তা অনেকটা ধোঁয়াসার মধ্যেই থেকে যায়। তবে অনেকে নিয়মিত আয়কর দিয়ে থাকেন। সম্প্রতি তারকাদের দাখিল করা ২০১৩-১৪ করবর্ষের আয়কর নথি পর্যালোচনা করে তাদের আয় সম্পর্কে একটি অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে দেখা যায়, চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক চিত্রনায়িকা মৌসুমী। তার বর্তমান সম্পদ তিন কোটি ৯৫ লাখ টাকা। নায়ক শাকিব খানের আয় ৪০ লাখ ৬৪ হাজার টাকা এবং আয়কর দিয়েছেন ৯ লাখ ৪৭ হাজার টাকা। শাবনূরের আয় ২৯ লাখ ৪২ হাজার টাকা এবং আয়কর দিয়েছেন ৬ লাখ ৩১ হাজার টাকা। সোহেল রানার সম্পদ এক কোটি ২৭ লাখ টাকা। টেলিভিশন অভিনেতাদের মধ্যে মাহফুজ আহমেদ আয় দেখিয়েছেন ৮৭ লাখ ৫৪ হাজার টাকা। তিনি কর দিয়েছেন ২০ লাখ ৩৩ হাজার টাকা। অভিনেতা জাহিদ হাসান আয় দেখিয়েছেন ৬৪ লাখ ৮৪ হাজার টাকা। কর দিয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার টাকা। অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ-এর সম্পদের পরিমাণ ৭৯ লাখ ৭৬ হাজার টাকা। প্রবীণ অভিনেত্রী আলেয়া ফেরদৌসীর সম্পদের পরিমাণ ৯০ লাখ ৪ হাজার টাকা। সঙ্গীতশিল্পীদের মধ্যে মনির খান আয় দেখিয়েছেন ২ কোটি ৮ লাখ টাকা। সাবিনা ইয়াসমিন আয় দেখিয়েছেন ৯৪ লাখ টাকা। শুভ্র দেব দেখিয়েছেন এক কোটি ২৪ লাখ টাকা। শাহনাজ বেলী দেখিয়েছেন ৮৮ লাখ ৩ হাজার টাকা। এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত সংবাদ পাঠিকা রেহনুমা কামাল আহম্মেদের সম্পদের পরিমাণ এক কোটি ৯৪ লাখ টাকা। তবে এসব তারকাদের মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবে আছেন অভিনেতা মাহফুজ আহমদ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেতা জাহিদ হাসান। তৃতীয় অবস্থানে শাকিব খান। এখানে উল্লেখযোগ্য তারকাদের আয়ের হিসাব তুলে ধরা হয়েছে। এদের বাইরে অন্যান্য তারকারাও নিয়মিত আয়কর দিয়ে থাকেন।



 

Show all comments
  • Istiak ১৮ জুলাই, ২০১৭, ১০:৫১ এএম says : 0
    ভালো কিছু হতে হবে
    Total Reply(0) Reply
  • nurmowla ২৭ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৮ পিএম says : 0
    very nice All gays
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকাদের কার কত আয়

২০ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ