Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যান্ড-আপ কমেডিতে ক্যারিয়ার শুরু করবেন ম্যাথিউ ম্যাকনহে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

হলিউড তারকা ম্যাথিউ ম্যাকনহে জানিয়েছেন তিনি স্ট্যান্ড-আপ কমেডিতে ক্যারিয়ার শুরু করতে আগ্রহী। তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাস মহামারী শুরুর আগে তিনি তার কমেডি পারফরমেন্স শুরু করার পরিকল্পনা করছিলেন। হাস্যরসকে তিনি বেছে নেবার কারণ হিসেবে উল্লেখ করেছেন, এই মাধ্যমে অন্যদের সঙ্গে কোনও বাধা ছাড়াই যোগাযোগ স্থাপন করা যায়। “আমি খুব বেশি মানুষকে আমার এই আগ্রহের কথা জানাইনি, তবে আমি জানি স্ট্যান্ড-আপ কমেডি হল বাধাহীন এক মাধ্যম। অভিনয়শিল্পী হিসেবে আমি যা করি তা চারটি ছাঁকনির পর পর্দায় যায়, তাই আমি স্ট্যান্ড-আপ কমেডিকে বেছে নিতে চাই,” ম্যাকনহে বলেন। “আমি অন্যের চিত্রনাট্যের ওপর নির্ভর করছি, পরিচালকের নির্দেশে কাজ করছি, অন্য কেউ আমার চিত্রগ্রহণ করছে, অন্য কেউ সম্পাদনা করছে, তারপর প্রক্রিয়া করার পর আপনাদের সামানে আসছে। আমার মূল অভিব্যক্তি চারবার ফিল্টার হচ্ছে। কোথায় ফিল্টার নেই? সেটাই হল স্ট্যান্ড-আপ। কোভিডের আগে আমি শুরু করতে চেয়েছিলাম আর এক ঘণ্টার স্ট্যান্ড-আপ শো করার পরিকল্পনা করছিলাম,” তিনি বলেন। ম্যাকনহে বলেন : “এটি আসক্ত হবার জন্য দারুণ একটি মাধ্যম। আপনি আজ যদি কোনও স্ট্যান্ড-আপ শিল্পীকে দেখেন বুঝবেন তারা সেরা সত্যটা বলছে। আমি যদি যদি সুযোগ পাই কাজে লাগাবো।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাথিউ-ম্যাকনহে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ