Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ছোট পরিসরে বাংলাদেশ গেমস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ৯:১৮ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এ বছর হয়নি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। তবে গেমসের পরিসর ছোট হয়ে আগামী বছর তা অনুষ্ঠিত হবে। রোববার কুর্মিটোলায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, ১০ হাজার অ্যাথলেটের বাংলাদেশ গেমসের পরিসর প্রায় অর্ধেকে নেমে আসবে। বিশ্বস্ত সূত্র জানায়, গেমসের প্রত্যেকটি ডিসিপ্লিনে ইভেন্ট ও অংশ নেয়া ক্রীড়াবিদদের সংখ্যা কমবে। এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী ২ থেকে ১০ এপ্রিল চীনের সানিয়া সিটিতে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ এশিয়ান বীচ গেমসে অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে বাংলাদেশের দু’জন অ্যাথলেট পাঠানো হবে। ২১ থেকে ৩০ মে পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়ায় অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্টস গেমসে দাবা, শর্ট কোর্স সুইমিং ২৫ মিটার, তায়কোয়ানডো, কারাতে, ইনডোর রোইং, থ্রি নট থ্রি বাস্কেটবল এবং ট্রেডিশন রেসলিং এই ৭টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ