Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোমিনের সুরে নতুন গান গাইলেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। প্রথমবারের মতো সঙ্গীতশিল্পী ও সুরকার মোমিন বিশ্বাসের সুরে নতুন একটি গান গেয়েছেন। তার সঙ্গে মোমিন বিশ্বাসও গেয়েছেন। গানের শিরোনাম ‘সুখের অসুখ’। রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে দ্বৈতকণ্ঠের এ গানটি সম্প্রতি রেকর্ড হয়েছে। কিছু কিছু সুখ আছে সুখী হতে চায় না/কিছু কিছু দুঃখ আছে দুঃখের ভাগ নেয় না- এমন কথার গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, মোমিন খুব মেধাবী ছেলে। খুবই চমৎকার সুর করেছে গানটির। আমার সঙ্গে গেয়েছেও বেশ ভালো। শুনেছি, গানটা নিয়ে বেশ ভালো পরিকল্পনা রয়েছে আয়োজকদের। মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশ করা হবে। কথা, সুর ও গায়কী মিলিয়ে গানটা ভালো হয়েছে। তিনি বলেন, মোমিন গানটির কথা বললে না করতে পারিনি। ওকে অত্যন্ত পছন্দ করি। তার প্রতি আস্তা আছে বলে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কন্ঠ দিয়েছি। সাবিনা বলেন, মোমিন এ্যান্ড্রু কিশোরের খুব কাছের মানুষ। একদিন এ্যান্ড্রু বললো, আপা মোমিনকে দেইখা রাইখেন ও সুন্দর গান করে। দেখবেন ও একদিন ভালো করবে। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠান করতে গিয়ে উপলব্দি করি, মোমিনকে কিশোর কি পরমিাণ ভালোবাসে। গানটির সুরকার ও গায়ক মোমিন বিশ্বাস বলেন, আমার জন্য এটা নিঃসন্দেহে বিরাট একটা প্রাপ্তি। যার গান শুনে বড় হয়েছি, গান গাওয়ার দুঃসাহস করেছি, সেই কিংবদন্তী সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইতে পারাটা অনেক বড় একটা অর্জন। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপার প্রতি এবং ধন্যবাদ জানাই গীতিকবি শেখ নজরুলের প্রতি এমন একটি কাজে আমাকে সম্পৃক্ত করার জন্য। জানা গেছে, খুব শীঘ্রই ‘সুখের অসুখ’ গানটি প্রকাশ পাবে প্রযোজনা প্রতিষ্ঠান এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবিনা-ইয়াসমিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ