Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আসছে লাইভ-অ্যাকশন ‘টম অ্যান্ড জেরি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সবার প্রিয় বিড়াল আর ইঁদুর টম অ্যান্ড জেরি ফিরছে নতুন আঙ্গিকে। এবার টম আর জেরিকে দেখা যাবে লাইভ-অ্যাকশন ফিল্মে। সম্প্রতি আসন্ন চলচ্চিত্রটির ট্রেলার মুক্তি পেয়েছ। এতে আধুনিক পটভূমিতে চিরাচরিত ঢঙে দেখা গেছে জনপ্রিয় কার্টুন চরিত্র দুটিকে। লাইভ অ্যাকশন হিসেবে বলা হলেও ট্রেলারে চরিত্রগুলো এনিমেটেডই রয়ে গেছে আর পারিপার্শ্বিকতা করা হয়েছে লাইভ বা বাস্তব। ২০১৯-এর ‘লায়ন কিং’-এর মত হবে না এই চলচ্চিত্রটি অন্তত ট্রেলারে তাই মনে হয়। ‘লায়ন কিং’ ছিল কম্পিউটার এনিমেটেড- ফোটোরিয়েলিস্টিক ধারার আর ‘টম অ্যান্ড জেরি’ হবে এনিমেটেড/লাইভ অ্যাকশন ধারার। তার মানে প্রধান দুই চরিত্র এনিমেটেডই থাকছে, অন্যান্য চরিত্রগুলো বাস্তব বা ফোটোরিয়েলিস্টিক হবে। আর পারিপার্শ্বিকতাও হবে বাস্তব। কাহিনীতে মূল কার্টুনের ভয়েস স্যাম্পলিং করে টম আর জেরির কণ্ঠ দেয়া হবে। তাদের সঙ্গে হোটেলের কর্মী কেয়লার ভূমিকায় অভিনয় করছেন ক্লোয়ি গ্রেস মোরেটজ। একটি বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থাপনা করতে হবে কেয়লাকে, তবে হোটেলের ইঁদুর সমস্যা মোকাবেলা করতে হবে তাকে প্রথমে। জোসেফ বারবারা এবং উইলিয়াম হ্যানার মূল কার্টুন অবলম্বনে কাহিনী লিখেছেন কেভিন কস্টেলো। ১৯৪০ থেকে শুরু ‘টম অ্যান্ড জেরি’র দ্ব›দ্ব শুরু হয়ে এ পর্যন্ত ১৬৪টি এনিমেটেড স্বল্পদৈর্ঘ্য, টিভি সিরিজের পর্ব এবং অনেকগুলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। নির্মীয়মাণ চলচ্চিত্রটি ২০২১-এ মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টম-অ্যান্ড-জেরি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ