মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না তাদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রতি ডোজ বিক্রি করবে ২৫-৩৭ ডলারের মধ্যে। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় এর দাম পড়বে ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ২০০ টাকার মধ্যে। রোববার ওয়েল্ট অ্যাম সনট্যাগ (ওয়ামস) নামে জার্মানির একটি সাপ্তাহিক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে এই জন্য জানিয়েছেন সংস্থাটির সিইও স্টিফেন ব্যানসেল।
মডার্না জানিয়েছে, যে সব দেশ এই ভ্যাকসিনের জন্য অগ্রীম বুকিং করবে তাদের কাছ থেকে এই দাম নেয়া হবে। পাশাপাশি তারা এটাও জানিয়েছে, কোন দেশ কত সংখ্যক ভ্যাকসিনের কিনতে চাচ্ছে তার উপরও দাম ধার্য করা হতে পারে। ভ্যাকসিনের দাম প্রসঙ্গে ব্যানসেল বলেন, ‘জ্বরের জন্য ভ্যাকসিনের যে দাম ধার্য করা হয়, সে রকমই ১০-৫০ ডলারের মধ্যে করোনা ভ্যাকসিনের দাম রাখার চেষ্টা করেছি আমরা।’
কয়েক দিন আগেই মডার্না দাবি করেছিল তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকরী এবং যথেষ্ট নিরাপদ। ইতিমধ্যেই এই ভ্যাকসিনের আপৎকালীন ব্যবহারের অনুমতি চেয়ে আমেরিকায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-কে চিঠি দিয়েছে মডার্না। খুব শীঘ্রই সাধারণ মানুষের কাছে তার প্রতিষ্ঠান এই ভ্যাকসিন পৌঁছে দিতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন ব্যানসেল।
গত সোমবারই ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা মডার্নার সঙ্গে ভ্যাকসিনের দাম নিয়ে আলোচনায় বসেন। ওই বৈঠকে ইউরোপীয়ান কমিশন মডার্না-কে জানায়, ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম যেন ২৫ ডলারের নীচে রাখা হয়। এ প্রসঙ্গে মডার্না বলেছে, ‘এখনও পর্যন্ত এ বিষয়ে ইউোপীয়ান কমিশনের সঙ্গে কোনও চুক্তি হয়নি। আমরা গঠনমূলক আলোচনা চালাচ্ছি। আমরা ইউরোপেও এই ভ্যাকসিন সরবরাহ করব। চুক্তি সারা হলেই দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা হবে। শুধু সময়ের অপেক্ষা।’ সূত্র: ফক্স বিজনেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।