Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রেন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা

পটুয়াখালী পৌর কবরস্থানের ড্রেন থেকে গতকাল শুক্রবার সকালে শাহিনুল ইসলাম সবুজ (১৭) নামে এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ পৌর কবরস্থানের সামনে হোটেল বিছমিল্লাহ্র মালিক মতিউর রহমানের ছেলে। সে পটুয়াখালী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী। সবুজের মা পিয়ারা বেগম ও সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসায় ভাত খাওয়া শেষে সবুজের মোবাইল কেউ ফোন দেয়ায় সে বাসা থেকে বের হয়। পরে রাত সোয়া ১১টার দিকে তার বাবা মতিউর রহমানের সাথে তার শেষ কথা হয়। সবুজ তাকে বাসায় আসতেছি বলে জানায়। এর পর থেবে সবুজের আর কোন খোঁজ পাওয়া যায়নি, এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এদিকে সকালে পৌর কবর স্থানে কর্মরত জামাল হোসেন প্রতিদিনের মত সকালে কবরস্থানে গিয়ে সবুজের লাশ কবরস্থানের মধ্যবর্তী স্থানে ড্রেনে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সকাল আনুমানিক ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃদের কপালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছ। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রেন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ