রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউএনওসহ ৬ কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত দিয়ে। ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বিশাল এ উপজেলা। প্রশাসনিক কর্মকর্তা না থাকায় প্রায় ৬ লক্ষাধিক মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৬ মাস থেকে ইউএনও বদলিজনিত কারণে পদটি শূন্য হয়ে পড়ায় সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করে আসছেন। একই ব্যক্তি গুরুত্বপূর্ণ ২ পদে দায়িত্ব পালন করায় প্রশাসনিক কর্মকা- গতিশীলতা হারিয়েছে। এছাড়া উপজেলা প্রাণীসম্পদ, হিসাব রক্ষণ, পরিসংখ্যান, মহিলা বিষয়ক, জনস্বাস্থ্য প্রকৌশলীর পদগুলোও দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত দিয়ে চলছে। ভারপ্রাপ্তরাও দায় সারা কাজ করে সময় পার করছেন। ফলে সেবামূলক কর্মকা- ব্যাহত হচ্ছে। এতে করে এ উপজেলার সার্বিক উন্নয়ন অনেকাংশে পিছিয়ে পড়ছে। এ নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগম জানান, কর্মকর্তার পদগুলো শূন্য থাকায় উপজেলার সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে তা পুষিয়ে নেয়ার মত নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।