Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুন্দরগঞ্জে ইউএনওসহ ৬ কর্মকর্তার পদ শূন্য

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউএনওসহ ৬ কর্মকর্তার পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত দিয়ে। ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বিশাল এ উপজেলা। প্রশাসনিক কর্মকর্তা না থাকায় প্রায় ৬ লক্ষাধিক মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৬ মাস থেকে ইউএনও বদলিজনিত কারণে পদটি শূন্য হয়ে পড়ায় সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করে আসছেন। একই ব্যক্তি গুরুত্বপূর্ণ ২ পদে দায়িত্ব পালন করায় প্রশাসনিক কর্মকা- গতিশীলতা হারিয়েছে। এছাড়া উপজেলা প্রাণীসম্পদ, হিসাব রক্ষণ, পরিসংখ্যান, মহিলা বিষয়ক, জনস্বাস্থ্য প্রকৌশলীর পদগুলোও দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত দিয়ে চলছে। ভারপ্রাপ্তরাও দায় সারা কাজ করে সময় পার করছেন। ফলে সেবামূলক কর্মকা- ব্যাহত হচ্ছে। এতে করে এ উপজেলার সার্বিক উন্নয়ন অনেকাংশে পিছিয়ে পড়ছে। এ নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রেজিয়া বেগম জানান, কর্মকর্তার পদগুলো শূন্য থাকায় উপজেলার সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে তা পুষিয়ে নেয়ার মত নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরগঞ্জে ইউএনওসহ ৬ কর্মকর্তার পদ শূন্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ