Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১১:১৯ এএম

স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছে জায়ান্ট বার্সালোনা। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হারে বার্সা।

অ্যাতলেটিকোর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে নিজেদের গোলকিপার স্টেগানের ভুলে গোলটি হজম করেছিল কাতালানরা। আর এই গোলটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক।

স্প্যানিশ লা লিগায় বার্সালোনার অবস্থান এখন ১০ নম্বরে। তারচেয়েও বড় কথা হচ্ছে ৮ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট।

সম্ভাব্য ২৪ পয়েন্টের মধ্যে বার্সা পেল মাত্র ১১ পয়েন্ট। বাকি ১৩ পয়েন্টই খুইয়েছে তারা। ১৯৯৫/৯৬ মৌসুমের পরে বার্সালোনা এত বাজে শুরু আর কখনো করেনি।

এর আগে প্রায় একই রকম শুরু হয়েছিল ২০০২/০৩ এবং ২০০৩/০৪ মৌসুমে। কিন্তু ওই দুই্ মৌসুমেই বার্সালোনা পেয়েছিল ১২ পয়েন্ট। এছাড়া ২০০০/০১ মৌসুমেও বার্সালোনা প্রথম আট ম্যাচের তিনটি হেরেছিল। কিন্তু বাকি চারটি তারা জিতেছিল এবং সংগ্রহ করেছিল ১৩ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ