Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রমউইচের বিপক্ষে ঘাম ঝরানো জয় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১১:০৯ এএম

পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে থাকা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারাতে বেগ পেতে হয়েছে চলতি মৌসুমে ছন্দ খুঁজে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডকে।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ১-০ গোলে জিতে ৯ নম্বরে আছে দলটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল পায় ম্যানইউ।

৫৩তম মিনিটে ডি-বক্সে হুয়ান মাতার শট সেমি আজায়ির হাতে লাগলে রেফারি বাঁশি বাজান। ফের্নান্দেসের দুর্বল শট ঝাঁপিয়ে পড়ে ফেরান স্যাম জনস্টোন। কিন্তু আগেই গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফের স্পট কিক নেন ফের্নান্দেস। পর্তুগিজ মিডফিল্ডার এবার আর হতাশ করেননি।

২০১৫ সালের পর ম্যানইউ এই প্রথম নিজেদের মাঠে ব্রমউইচকে হারালো।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পারলেও ব্যবধানে বাড়েনি দলটির।

অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে টটেনহ্যাম হটস্পার। আট ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া সিটি ১২ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।

টটেনহ্যামের জয়ে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জিতে শীর্ষে ওঠা চেলসি ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ