Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

উত্তপ্ত ত্রিপুরায় পুলিশের গুলিতে নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ব্রু শরণার্থীদের পুনর্বাসনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। গতকাল মিজোরামে গোষ্ঠী সংঘর্ষের শিকার উপজাতিটিকে উত্তর ত্রিপুরায় আশ্রয় দেয়ার সিদ্ধান্তের বিরোধীদের ঠেকাতে পথে নামেন স্থানীয়রা। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে গুলি চালায় পুলিশ। এ ঘটনায় নিহত হয়েছে একজন। আহত কমপক্ষে আরো ২০। স¤প্রতি মিজোরাম থেকে বিতাড়িত ৩৫ হাজার ব্রু উপজাতির শরণার্থীকে ত্রিপুরায় আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে ত্রিপুরায়।
পুলিশ সূত্রে খবর, এদিন রাজধানী আগরতলা থেকে ঘণ্টা চারেক দূরের পানিসাগর টাউনে ৮ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। যানবাহনের উপরও পাথর বৃষ্টি করে জনতা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। তবে উত্তেজিত জনতার হামলায় রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালালে শ্রীকান্ত দাস নামের ৪৫ বছরের এক ব্যক্তি নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : বিবিসি বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ