রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম (৩০) কে অমানবিক পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে পাষা- স্বামী। বৃহস্পতিবার রাতে মেয়ের বিয়ের জন্য ঋনের টাকা আনার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় ফেলে স্বামী মো. জাহাঙ্গীর হাওলাদার তাকে মারধর করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ দু’হাত ও দু’পা ভেঙ্গে রাস্তায় ফেলে রাখে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাসা গ্রামে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয় বলে জানা গেছে। আহত আমেনার ছোট ভাই মো.জসিম মির জানান, কিছুদিন আগে তার বোন আমেনার মেয়ের বিয়ে হয়। বিয়ের জন্য স্বমীর কাছে টাকা চাইলে সে ঋন করে টাকা দেয়ার কথা বলেন। বৃহস্পতিবার রাতে টাকা নেয়ার কথা বলে আমানাকে রাস্তায় ডেকে নিয়ে নির্দয়ভাবে মারধর করে ফেলে রেখে চলে যায়। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক রেফায়েত হোসেন জানান, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় বরিশাল পাঠানোর জন্য তার পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জি এম শাহনেওয়াজ জানান, এ খবর পেয়ে ওই রাতে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।