Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড-বলিউড নির্মাতা ও শিল্পীদের নিয়ে সোনিয়ার বি মাই গেস্ট

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

সোনিয়া হোসেন একাধারে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। ইউটিউবে সোনিয়া’র নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যার নাম ‘সোনিয়াক’। এই ইউটিউব চ্যানেলে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তার নতুন শো ‘বি মাই গেস্ট’। এবারই প্রথম বাংলাদেশের কোন শো’তে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন হলিউড-বলিউডের নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা। এরইমধ্যে সোনিয়া হোসেইন ১৪টি পর্ব নির্মাণের কাজ শেষ করেছেন। এতে অংশ নিয়েছেন হলিউডের অভিনেতা আসিম তিওয়ারী, ইসমাইল বাসি, অভিনেত্রী দীপ্তি গুপ্ত, বলিউডের অভিনেত্রী গীতিকা বিদ্যা, হলিউডের পরিচালক মাইক গিলবার্ট, অর্চিতা মন্ডল’সহ আরো অনেকে। ৪০ মিনিট ব্যাপ্তির এই নতুন শো সম্পর্কে সোনিয়া হোসেইন বলেন, ‘আমি চেয়েছি আন্তর্জাতিক মানের একটি শো করতে। আমার স্বামী স্টিভ আমাকে এ ব্যাপারে ভীষণ সহযোগিতা করেছেন। যে কারণে অনেক কাজই আমার জন্য সহজ হয়েছে। আমার নিজস্ব পরিকল্পনায় এবং আমার নিজের যোগাযোগে হলিউড-বলিউডের সবার সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানটির ১৪টি পর্ব করতে পেরেছি। প্রথম সিজনে ১৪ জন অতিথির মুখে বাংলাদেশের নাটক সিনেমার কথাও আলোচনা প্রসঙ্গে চলে আসবে। পাশাপাশি বিশ্বের চলমান সিনেমা পরিস্থিতি নিয়েও আলোচনায় অংশগ্রহণ করবেন আমন্ত্রিত অতিথিরা। সব মিলিয়ে এই অনুষ্ঠানটি আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ ছিলো। অবশেষে ১৪টি পর্ব শেষ করতে পারায় ভাল লাগছে। আমার বিশ্বাস, প্রতিটি পর্ব দর্শকের ভালো লাগবে।’ এদিকে সোনিয়া হোসেইন প্রথমবারের মতো একটি গানে কন্ঠ দিয়েছেন। ইংলিশ গান ‘ক্রাশ’ নতুন করে গেয়েছেন তিনি। গানটিতে ভয়েস দেবার সময় তাকে সহযোগিতা করেছেন শাফিন আহমেদ। সোনিয়া হোসেইন অভিনীত একমাত্র সিনেমা আলভী আহমেদ’র ‘ইউটার্ন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বি-মাই-গেস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ